• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মনে ধরা 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:০৪ পিএম;
মনে ধরা 
মনে ধরা 

মনে ধরা 
আয়েশা আক্তার সীমা 
.


কোন এক সাঁজের বেলায়
আমার দিকে তাকায়ে
তুই বলেছিলিস বাবু
আমায় তোর মনে ধইরেছে। 
কেমন করে ধরলি বাদে
মনে ধরা কয়, তা তো কইলিনে। 
চোখের ভিতর চোখ ডুবায়ে
তাহার মাঝে মন ভাসায়ে
স্বপন দেখার ভয় দেখায়ে
ধীরে ধীরে কইতি লাগলি 
পরাণ যহন এমন তর হয়
তাহারেই যে মনে ধরা কয়। .

নিচু স্বরে শুধাইলি যে
তোর কহনো কারোর তরে
মনের খরা বয়?
খাঁ খাঁ করা মনের মাইঝে
সকাল সাঁজে কাজের মাইঝে
পক্ষী যেমন টিনের চালে
খড়খড়াইয়া বয়, এমন তর হইলে
তারেই মনে ধরা কয়।.

তাকাই দেহি তোর নয়নে
হাজার বিজার স্বপন দোলে
ফুরুৎ কইরে পরাণ আমার
পরাণ খোঁজবার লয়।
হাতখানি মোর ধইরে তুই যে
কয়ে গেলি পরাণ খুইল্যে
ঝর্ণাধারার জল যেমন তর
ছলাৎ ছলাৎ বয়,
কারোর তরে এমন হইলেই
মনে ধরা কয়।.

এমন তর বহুত কতা
কয়েছিলি আমার সনে
আমি কেবল শুইনে গেলাম
পরাণডা তোর ছুঁইবার চাইলাম
ভাবলাম লাইতো পিছে
মনডারে তাই উড়াই দিলাম
ঘাস ফড়িঙের পিছে,
কেমন কইরে কইযে বাবু
তোরেই মনে ধইরেছে।.

তুইতো বাবু পুরুষ ছিলি
মনের কথা বইল্যে দিলি
আমার মনের গাঙে যে আইজ
বড় ভাঙ্গন ধইরেছে
ধুপ্পুড় ধাপ্পুড় আওয়াজ তুইল্যে
মাটি ভাঙ্গিছে ,
কেমন করে কইযে আইজ
তোরে মনে ধইরেছে বাবু
তোরেই মনে ধইরেছে।. .

ডে-নাইট-নিউজ /

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ